ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জার্মানির চিড়িয়াখানায় আগুনে পুড়ে ছাই বানরেরা

প্রকাশিত: ১২:৩৫, ২ জানুয়ারি ২০২০

জার্মানির চিড়িয়াখানায় আগুনে পুড়ে ছাই বানরেরা

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানিতে চিড়িয়াখানায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে বানরের অভয়াশ্রম। সেখানে আর কোন প্রাণীই বেঁচে নেই বলে নিশ্চিত করে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। খবর বিবিসির। জার্মানির ডুসেলডর্ফের পাশের শহর ক্রেফেলের চিড়িয়াখানায় মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে নববর্ষ উদ্যাপনের আতশবাজি থেকে এর সূত্রপাত হতে পারে। বুধবার সকালে দেশটির গণমাধ্যম জানায়, আগুনে বানরের অভয়ারণ্য পুড়ে সব মিলিয়ে ৩০টিরও বেশি প্রাণীর মৃত্যু ঘটেছে। ২০০ স্কয়ারমিটার বিস্তীর্ণ ওই এলাকায় ছিল ওরাংওটাং, শিম্পাঞ্জি, ছোট বানরসহ পাখি এবং বাদুড়ও। তবে আগুনে পাশের ‘গরিলা গার্ডেন’ ক্ষতিগ্রস্ত হয়নি। সেখানকার গরিলাগুলো নিরাপদেই আছে বলে জানিয়েছে। এ দুর্ঘটনায় অনেকেই সাহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানিয়েছে, ঘটনার আকস্মিকতায় তারা এখনও হতভম্ব।
×