ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুত সঞ্চালন লাইন চালু

প্রকাশিত: ১১:০৯, ১ জানুয়ারি ২০২০

পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুত সঞ্চালন লাইন চালু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ৩১ ডিসেম্বর ॥ কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট পায়রা গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুত সঞ্চালন লাইন মঙ্গলবার বিকেল ৪টা ৫২ মিনিটে সফলভাবে চালু করা হয়েছে। গোপালগঞ্জ গ্রিড সাবস্টেশন প্রান্ত থেকে ৪০০ কেভি ভোল্টেজের লাইনটি চালু করা হয়। প্রায় ১৬৩ কিলোমিটার দীর্ঘ ডবল সার্কিটের হাইভোল্টেজ সঞ্চালন লাইনটি পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বিদ্যুত কেন্দ্র থেকে পটুয়াখালী সদর থেকে বরগুনা-ঝালকাঠি-বরিশাল-মাদারিপুর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে সংযুক্ত হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সূত্র এ খবর নিশ্চিত করেছে।
×