ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আমিরাতে প্রবাসীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১১:৩৩, ২২ নভেম্বর ২০১৯

আমিরাতে প্রবাসীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানিয়ে বলা হয় যে ১৯ নবেম্বর আবুধাবির একটি হোটেলে ‘জীবন পরিবর্তক’ শিরোনামে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। -খবর বাসসর। এ কর্মসূচীর আওতায় প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা, কম্পিউটার প্রশিক্ষণ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং গাড়ি চালনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধিদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশিক্ষণের ফলে বাংলাদেশী কর্মীরা সংযুক্ত আরব আমিরাতে আরও ভাল পেশায় নিয়োজিত হতে পারবেন, যা দেশের অর্থনীতিতে অবদান রাখবে।
×