ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাধবপুরে অস্ত্রসহ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ১১:৫০, ৫ নভেম্বর ২০১৯

মাধবপুরে অস্ত্রসহ মাদক বিক্রেতা আটক

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৪ নবেম্বর ॥ মাধবপুর উপজেলার মাদক সম্র্রাট কাউসারের ছোট ভাই ফয়সলকে বিদেশী পিস্তুল ও গুলিসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। সোমবার দুপুরে আটককৃত ফয়সলকে মাধবপুর থানা পুলিশ হবিগঞ্জ আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। আটককৃত ফয়সল উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে। র‌্যাব জানান, ফয়সল দীর্ঘদিন যাবত অস্ত্রের ভয় দেখিয়ে মাদক বিক্রি চালিয়ে আসছিল। র‌্যাব বিষয়টি জানার পর থেকেই ফয়সল কে ধরতে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। রবিবার সকালে মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি একটি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়। রবিবার রাতে ফয়সল কে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। গলাচিপায় অগ্নিকা-ে বসতঘরসহ ১৮ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, গলাচিপা, পটুয়াখালী ॥ গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজারে অগ্নিকা-ে বসতঘরসহ অন্তত ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা তিনটার দিকে। পটুয়াখালী ও বরগুনা জেলার আমতলী থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের আরও ধারণা, বাদুরা বাজারের গকুল চন্দ্র সিকদারের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দোকানটির মধ্যে ব্যাটারি চার্জের ব্যবস্থা রয়েছে। বিদ্যুতের সঙ্গে সোলারের ব্যাটারির সংস্পর্শে বিস্ফোরণ ঘটে এবং আগুনের সূত্রপাত হয়। অধ্যক্ষ লাঞ্ছিত ॥ ডুয়েটে প্রতিবাদ সমাবেশ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (ডুয়েট)-এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার বিকেলে গাজীপুরে ডুয়েটের শিক্ষার্থীরা সভা ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ডুয়েট ক্যাম্পাসের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- বিনয় ব্যানার্জী, আশরাফুল ইসলাম, হারুন-অর-রশিদ ও মাজেদ পারভেজ, আরফিনা খাতুন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
×