ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশী আশিক

প্রকাশিত: ১৩:১০, ২৫ অক্টোবর ২০১৯

  অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীর তালিকায়  বাংলাদেশী  আশিক

জনকণ্ঠ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার শীর্ষ ৩৮ ‘তরুণ ধনী’র তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের নাগরিক আশিক আহমেদ। তার সম্পত্তির পরিমাণ ১৪৮ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ২৫০ কোটি টাকার বেশি)। খবর ওয়েবসাইটের। বৃহস্পতিবার দেশটির ব্যবসা ও অর্থ বিষয়ক দৈনিক ‘অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ’ দেশটির শীর্ষ ‘তরুণ ধনী’ দের তালিকা প্রকাশ করেছে। ৩৮জনের তালিকায় আশিক আহমেদের অবস্থান ২৫ নম্বরে। আশিক আহমেদ মাত্র ১৭ বছর বয়সে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। এরপর মেলবোর্নের একটি ফাস্ট ফুড চেন শপে বার্গার ফ্লিপ করার কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু আশিক গণিত এবং বিজ্ঞানে আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি ২০০৮ সালে সহপ্রতিষ্ঠাতা হিসেবে ‘ডেপুটি’ নামে একটি সফটওয়্যার তৈরি করেন। মূলত সফটওয়্যারের ব্যবসা করেই ধনীর কাতারে পৌঁছান তিনি।
×