ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

চট্টগ্রামে ৫৬ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার

প্রকাশিত: ১২:৩৫, ১৮ অক্টোবর ২০১৯

চট্টগ্রামে ৫৬ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ফটিকছড়ির বিবিরহাট বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫৬ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজারের একটি দোকান থেকে এগুলো উদ্ধার করে র‌্যাব। অভিযানে আটক করা হয়েছে একজনকে। র‌্যাব সূত্রে জানানো হয়, বিবিরহাট বাজারের জানে আলম কমপ্লেক্সের নিচতলায় মুমু এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সিগারেট মজুদ থাকার তথ্য পেয়ে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। সেখান থেকে উদ্ধার হয় শুল্ক ফাঁকি দেয়া এবং এনআরবি ব্যান্ড জাল করা ৫ লাখ ৬০ হাজার পিস সিগারেট। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় চারঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক করা হয় মোঃ বেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যবসায়ীকে। উদ্ধার করা সিগারেটগুলো চট্টগ্রাম কাস্টমস এ্যান্ড ভ্যাট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরায় ২০ হাজার ইয়াবা জব্দ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারত থেকে অবৈধ পথে আনার সময় সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যা বাংলাদেশী মুদ্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে, এ সময় কোন চোরাকারবারিকে আটক করা যায়নি। বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে মেইন পিলার ৩ ও সাবপিলার ৩ এর কাছাকাছি এলাকা থেকে একটি শপিং ব্যাগ ভর্তি ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন বুধবার রাত ১টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাট থেকে বহরমগামী রাস্তার পূর্ব পাশে এনামুল হকের ঘরের অভিযান পরিচালনা করে ১০ হাজার ২২৫ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা কোকাপাড়া বহরম এলাকার মোঃ তোজাম্মেল হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৫) ও পুরানটোলা এলাকার মোঃ জাকারিয়ার ছেলে মোঃ সজীব আলী (১৯)।
×