ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ভার্সিটিতে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৯:৩৩, ২৯ আগস্ট ২০১৯

ইস্টার্ন ভার্সিটিতে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গত সোমবার রাজধানীর ধানম-িতে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী স্বপন বর্মণ। হলিক্রস কলেজের রামিসা তাবাসসুম দ্বিতীয় এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শরীফুল আলম সাকিব তৃতীয় হয়েছেন। পুরস্কার হিসেবে তাদের তিনজনকে অর্থসহ বই ও সার্টিফিকেট এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে ১০০ জনকে সার্টিফিকেট দেয়া হয়। -বিজ্ঞপ্তি বঙ্গবন্ধুর সমাধিতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ্র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ আবু হানিফা, ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, পরিচালক (অর্থ ও হিসাব) ছিদ্দিকুর রহমান ভূঁঞা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মাদ, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার জাকির হোসেন, সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জিয়াউর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×