ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘মন্ত্রণালয়ের প্রকল্প এলাকায় সিসি ক্যামেরা বসিয়ে কাজের তদারকি করা হবে’

প্রকাশিত: ১১:০৫, ৭ আগস্ট ২০১৯

‘মন্ত্রণালয়ের প্রকল্প এলাকায় সিসি ক্যামেরা বসিয়ে কাজের তদারকি করা হবে’

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন মন্ত্রণালয়ে চলমান প্রকল্প এলাকাগুলোতে সিসি ক্যামেরা বসিয়ে তদারকিসহ প্রয়োজনে প্রকল্প পরিচালকদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (আরএডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প এলাকায় সিসি ক্যামেরা বসিয়ে কাজের তদারকি করা হচ্ছে। সামনে অন্য মন্ত্রণালয়ের প্রকল্প এলাকাগুলোতেও সিসি ক্যামেরা বসিয়ে তদারকি বাড়ানো হবে। তিনি বলেন, সারাদেশে অনেক প্রকল্প চলমান। এসব প্রকল্প এলাকায় সিসি ক্যামেরা বসিয়ে প্রকল্প পরিচালকদের সঙ্গে কথা বলবো। প্রযুক্তি বসে নেই, আমরা এর সঠিক ব্যবহার করব। মন্ত্রী জানান, গত ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত এডিপির ৯৪.৩৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে। তার আগে ২০১৭-১৮ অর্থবছরে বাস্তবায়িত হয়েছিল ৯৪.১১ শতাংশ। নির্বাচনী বছর থাকায় নির্বাচন কমিশনের কারণে তিন মাস ঠিকমতো কাজ করতে না পারলেও গত অর্থবছরে সংশোধিত এডিপির বাস্তবায়নের আমরা সন্তুষ্ট। নির্বাচন না থাকলে গত অর্থবছর ৯৯ শতাংশ সংশোধিত এডিপি বাস্তবায়ন হতো। চলতি অর্থবছর আশা করছি শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে। এছাড়াও পরিকল্পনা কমিশন বলছে, ২০১৮-১৯ অর্থবছরে ৯২ দশমিক ৭৬ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ৯৫ দশমিক ৮০ শতাংশ, ২০১৬-১৭ অর্থবছরে ৭৮ দশমিক ৯৭ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে ৮৬ দশমিক ৫০ শতাংশ এবং ২০১৪-১৫ অর্থবছরে ৯০ দশমিক ১৪ শতাংশ বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থ বাস্তবায়ন করেছে সরকার। এডিপি বাস্তবায়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা টিম হিসেবে কাজ ভাল করেছি। সামনে টিমের তদারকি বাড়বে। নিয়মিত পিডিদের নিয়ে বসব। মন্ত্রণালয়গুলোর প্রকল্প প্রণয়নের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ প্রধান এবং যুগ্ম প্রধানদের সঙ্গে বৈঠক করা হবে। আইএমইডির (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) মাধ্যমে প্রকল্প এলাকায় তদারকি বাড়াবো। আমাদের একমাত্র উদ্দেশ্য, কাজের গতি বাড়ানো।
×