ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৯:৪৩, ২১ জুলাই ২০১৯

 মাদারীপুরে মা-ছেলের রহস্যজনক  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ জুলাই ॥ শুক্রবার রাতে রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামে পারিবারিক কলহের কারণে বিনয় মন্ডলের দ্বিতীয় স্ত্রী বীণা মন্ডল (৩৫) ও ছেলে রাজ ম-লের (৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে বিনয় ম-লের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী বীণার ফল খাওয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে বীণা তার ছেলে রাজকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখে। পরে আত্মহত্যার উদ্দেশে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট পানিতে মিশাতে থাকে। এ সময় ট্যাবলেটের গ্যাসে রাজ বমি করতে থাকে। এরপর বীণাও বমি করতে শুরু করে। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে মা ও ছেলে দু’জনই বমি করছে। তাদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে রাজের মৃত্যু ঘটে। পরে বীণাকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে বীণা মারা যায়। বিনয় মন্ডলের প্রথম স্ত্রীও পারিবারিক কলহের কারণে গলায় রশি দিয়ে মারা গিয়েছিল। পুলিশ রাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে। গলাচিপায় গৃহবধূ স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, পটুয়াখালীর গলাচিপায় ফারসি আক্তার নামের সদ্যবিবাহি এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ শনিবার ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন মৃধার মেয়ে ফারসি আক্তারের (১৯) সঙ্গে মাত্র এক মাস আগে আমখোলা ইউনিয়নের আমখোলা বাজারের আলম খানের ছেলে অপু খানের বিয়ে হয়। গত ১৭ জুলাই ফারসি তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি নাইওর আসেন। শুক্রবার ফারসি তার স্বামীকে নিয়ে চাচার বাড়ি বেড়াতে যান এবং রাতে বাড়ি ফিরে আসেন। বাড়ি এসেই ফারসির বমি শুরু হয়। একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।
×