ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভেজাল খাদ্যপণ্য বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৯:১৯, ১৯ মে ২০১৯

 ভেজাল খাদ্যপণ্য বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের ভর্ৎসনা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ মানহীন ও ভেজাল খাদ্যপণ্য বিক্রির অপরাধে রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রাজধানীর কাওরান বাজার ও নিউমার্কেট এলাকায় শনিবার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মোঃ মাসুম আরেফিন, আফরোজা রহমান ও ইন্দ্রানী রায়। অধিদফতরের সহকারী পরিচালক আফরোজা রহমান জানান, হাইকোর্ট ৫২ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। কিন্তু নির্দেশনা না মেনে অনেকে ওইসব পণ্য বিক্রি করছে। এ অপরাধে কাওরান বাজারের নাসির স্টোরকে ১০ হাজার টাকা, নিউমার্কেট এলাকায় জব্বার স্টোরকে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
×