ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কারণ নিরাপত্তা

খালেদার মামলার বিচার কেরানীগঞ্জ জেলের অস্থায়ী আদালতে

প্রকাশিত: ১১:০১, ১৪ মে ২০১৯

 খালেদার মামলার বিচার কেরানীগঞ্জ জেলের অস্থায়ী  আদালতে

স্টাফ রিপোর্টার ॥ নিরাপত্তাজনিত কারণে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলাগুলোর বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে আদালতের জায়গা স্থানান্তরের বিষয়ে আইন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদন (ফৌজদারি রিভিশন) খারিজ করে দিয়েছেন হাইকোট। অন্যদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। ফলে এ সময়ের মধ্যে বিদেশ যেতে পারবেন মান্না। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। নিরাপত্তাজনিত কারণে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলাগুলোর বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব (প্রশাসন-১) মোঃ গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে সরকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় করাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করেছে এবং মামলার বিচারিক কার্যক্রম ওই ভবনের অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে। মির্জা আব্বাসের দুর্নীতি মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদন (ফৌজদারি রিভিশন) খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে, মামলাটির ওপর থেকে স্থগিতাদেশও প্রত্যাহার করেছে আদালত। এছাড়াও মামলাটি আগামী ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ সাক্ষী গ্রহণ পর্যায়ে রয়েছে। সোমবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোঃ খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী এ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আর আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেয়ার নির্দেশ ॥ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। ফলে এ সময়ের মধ্যে বিদেশ যেতে পারবেন মান্না। পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
×