ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

র‌্যাফেল ড্রর নামে বগুড়ায় টিকেট বিক্রির হিড়িক

প্রকাশিত: ১১:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

র‌্যাফেল ড্রর নামে বগুড়ায় টিকেট বিক্রির হিড়িক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় বাণিজ্য মেলার নামে অবৈধ লটারি ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রাম পর্যন্ত। প্রলোভনে এর ফাঁদে পড়ছে শিশু কিশোর থেকে দিনমজুরসহ সাধারণ মানুষ। স্বর্ণালঙ্কার মোটরসাইকেলসহ নানা ধরনের মূল্যবান পুরস্কারের লোভ দেখিয়ে টিকেট বিক্রির জন্য শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত প্রতিদিন দাপিয়ে বেড়াচ্ছে এই লটারির টিকেট বিক্রির দু’শতাধিক ভ্রাম্যমাণ যানবাহন। অবৈধ লটারির টিকেট বিক্রি করে সাধারণ লোকজনের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নেয়া হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা। এর নাম দেয়া হয়েছে- ‘দৈনিক স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র’। বগুড়া জেলা প্রশাসন জানিয়েছে, মেলার অনুমোদন থাকলেও লটারির অনুমোদন নেই, এটা অবৈধ। বগুড়ায় শহরের খান্দার এলাকায় ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বাণিজ্য মেলা। বগুড়া চেম্বার অব কমার্সের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হলেও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে শুকরা এন্টারপ্রাইজ নামে বগুড়ার আলোচিত একটি প্রতিষ্ঠান। মেলার নামে নানা কায়দায় জুয়ার আসর হলেও এর স্বত্বাধিকারীর নাম চলে আসে। তবে মেলার ব্যবস্থাপক আব্দুল মান্নান আকন্দ জানিয়েছেন, মেলার খরচ চালাতে লটারি বিক্রি করা হচ্ছে। চেম্বার অব কমার্সকে মেলার জন্য টাকা দিতে হয়েছে বলে তিনি দাবি করেন। খোঁজ নিয়ে দেখা গেছে, বাণিজ্য মেলা হলেও এটা মূলত ডেইলি লটারি নির্ভর মেলা। শুধু মেলা প্রাঙ্গণ ও এর সামনে প্রায় ২৫টি ২০ টাকা মূল্যের টিকেট বিক্রি করা হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সব মিলিয়ে প্রায় আড়াই শতাধিক স্পটে চলছে অবৈধ টিকেট বিক্রির মহোৎসব।
×