ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট যুব সমাজ গড়ে তোলা হবে’

প্রকাশিত: ০৬:০২, ২২ জানুয়ারি ২০১৯

‘প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট যুব সমাজ গড়ে তোলা হবে’

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২১ জানুয়ারি ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, জনগণের ভোটের মধ্যে দিয়েই এবারের নির্বাচনে বিশাল জয় পেয়েছে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিকারী আওয়ামী লীগ। আর এ অর্জন ধরে রাখতে জনগণের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিবে আওয়ামী লীগ সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনা। এর সহযোগী হবে দেশের পুরো যুব সমাজ। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশের সকল যুব সমাজকে কর্মদক্ষতায় পরিণত করা হবে। স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজের অংশগ্রহণ ছাড়া কোন বিকল্প নেই। আর এ লক্ষে দেশের যুব সমাজকে কর্মদক্ষতায় গড়ে তুলতে যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভব্য সকল ব্যবস্থা নেয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে দেশে স্মার্ট যুব সমাজ গড়ে তোলা হবে। সোমবার রাতে টঙ্গীর কাঁঠালদিয়া বালুরচর মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর সেলিম মিয়া সভায় সভাপতিত্ব করেন।
×