ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সহিংসতামুক্ত নির্বাচন চায় ইইউ

প্রকাশিত: ০৬:৫৪, ১১ ডিসেম্বর ২০১৮

সহিংসতামুক্ত নির্বাচন চায় ইইউ

বাংলানিউজ ॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহিসংতামুক্ত রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী কার্যক্রমে জড়িত সব প্রতিষ্ঠানকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ নিতে আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন। একইসঙ্গে গণমাধ্যম ও সুশীল সমাজের পর্যবেক্ষণে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার তাগিদ দেয় ইইউ। বিবৃতিতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন প্রয়োগে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া চলমান জাতীয় উন্নয়নের লক্ষে বাংলাদেশের সকল নাগরিকদের জন্যই অংশগ্রহণমূলক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করে ইইউ। ওই বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সে তিরিঙ্ক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টাইন সই করেছেন।
×