ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দাবি না মানলে রাজপথেই আদায় ॥ মান্না

প্রকাশিত: ০৭:৪৪, ৭ নভেম্বর ২০১৮

দাবি না মানলে রাজপথেই আদায় ॥ মান্না

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেছেন, দ্বিতীয় দফা সংলাপে দাবি মানা না হলে রাজপথের মাধ্যমে দাবি আদায় করা হবে। রাজপথ খোলা আছে। মঙ্গলবার রাত ১০টার দিকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদেও বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে রাত পৌনে ৮টায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। চলে রাত পৌনে ১০টা পর্যন্ত। বৈঠক শেষে মান্না সাংবাদিকদের বলেন, ১১ সদস্যদের প্রতিনিধি দল আগামীকাল (বুধবার) দ্বিতীয়দফা সংলাপে যাবেন। সাত দফা দাবি নিয়েই আলোচনা হবে। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপের বিষয়ে এ বৈঠক হয়। বৈঠক থেকে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের তালিকাটি চ‚ড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা মহসীন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আজ বুধবার গণভবনে বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবার সংলাপে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এবার সংলাপে অংশ নেবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জন নেতা। কামাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের অন্য নেতারা হচ্ছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, দলের কার্যকরী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। উল্লেখ্য, এরআগে গত ১ নবেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বে ২০ সদস্যদের একটি প্রতিনিধি দল গণভবনে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করে। এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানায়, আজ বুধবার গণভবনের সংলাপে অসুস্থতার কারণে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের উপস্থিত নাও থাকতে পারেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংলাপে অনুপস্থিত থাকতে পারেন বলে সূত্রটি জানায়।
×