ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিক্ষোভে পুলিশের বাধা

প্রকাশিত: ০৬:২৬, ৪ নভেম্বর ২০১৮

বিক্ষোভে পুলিশের বাধা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচীতে বাধা দিয়েছে পুলিশ। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে রয়েছেন সাধারণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এম আলী, সোনিয়া, নাদিয়া। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের পূর্ব ঘোষিত এই কর্মসূচী দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়। এসময় তারা জাতীয় গ্রন্থগারের ভেতরে সংগঠিত হতে থাকে। অন্যদিকে দুপুর ১২টা থেকে পুলিশ গ্রন্থাগারের ফটক আটকে দিয়ে এর সামনে অবস্থান নেয়। এতে আন্দোলকারীরা গ্রন্থগারের ভেতরে আটকা পড়ে। এসময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।
×