ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বৈধ না হওয়া কয়েক হাজার বিপাকে

কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে না পারা কর্মীরা ফিরছে

প্রকাশিত: ০৫:১৪, ৩ নভেম্বর ২০১৮

 কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে না পারা কর্মীরা ফিরছে

ফিরোজ মান্না ॥ কুয়েত সরকারের সাধারণ ক্ষমার সুযোগ নিতে না পারা কর্মীদের দেশে ফিরতে হচ্ছে। দালাল চক্রের মাধ্যমে আকামা নবায়ন করতে গিয়ে কয়েক হাজার কর্মী এই বিপাকে পড়েছেন। তাদের বৈধ হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে এ বছরের ফেব্রুয়ারি মাসে। এখন কুয়েত কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। পুলিশের হাতে ধরা পড়লেই তাদের দেশে ফিরে আসতে হবে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বছরের ফেব্রুয়ারিতে কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেয়। তখন বহু অবৈধ কর্মী বৈধ হয়েছিলেন। যারা দালাল চক্রের মাধ্যমে বৈধ হতে গিয়েছিলেন তারাই এখন অবৈধ হিসেবে কুয়েতে কাজ করছেন। কিন্তু তারা আর বেশি দিন দেশটিতে থাকতে পারবেন না। কারণ দেশটির কর্তৃপক্ষ ঘোষণা করেছে কোন অবৈধ কর্মী থাকতে দেবে না। বাংলাদেশের বহু কর্মী অবৈধ হিসেবে দেশটিতে রয়ে গেছে। তখন কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘোষণা করেছিল ৭ দিনের মধ্যে পাসপোর্ট তুলে দেবে অবৈধ কর্মীর হাতে। দূতাবাস কার্যকর ব্যবস্থা নিলেও অনেকেই সরাসরি তখন দূতাবাসে যাননি। দালালদের হাতে তাদের পাসপোর্ট তুলে দেয়ায় তারা আর বৈধ হতে পারেননি। এমন এক পরিস্থিতিতে বর্তমানে কুয়েতে কয়েক হাজার বাংলাদেশী রয়েছেন। তারা যে কোন সময় দেশে ফিরে আসবেন। সূত্র জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে বৈধ হওয়ার জন্য কুয়েত কর্তৃপক্ষ এক মাস সময় বেঁধে দেয়। ওই সময়ের পরে কেউ বৈধ হতে না পারলে দেশে ফিরতে হবে। সাধারণ ক্ষমার ঘোষণায় দেশটিতে অবৈধভাবে বসবাসরত হাজার হাজার বাংলাদেশীরা বৈধ হওয়ার জন্য আবেদনপত্র জমা দেয়। ঘোষণার আওতায় ২৫ হাজারের বেশি বাংলাদেশী কর্মী বৈধ হওয়ার সুযোগ পান। কিন্তু বহু কর্মী এই সুযোগ হাত ছাড়া করেন। কুয়েতে কর্মরত কয়েকজন কর্মী টেলিফোনে জানান, দেশটিতে বাংলাদেশী প্রায় ৩ লাখ লোক বিভিন্ন পেশায় কাজ করছেন। এখান থেকে প্রতিবছরই কিছু লোক অবৈধ হয়ে পড়েন। তারা আবার কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করলে বৈধ হওয়ার সুযোগ পান। ২০১৭ সালে দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা না করায় বহু লোককে দেশে ফিরতে হয়েছে। তবে এর আগের বছর দেশটির সরকার কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলে ৩০ হাজারের বেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ পেয়েছিলেন। এক বছর বাদ দিয়ে এবার আবার সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৯ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ ছিল। অন্যান্য দেশের মতো বাংলাদেশীরাও এই সুযোগ নিতে পেরেছেন। দেশটিতে অবৈধভাবে থাকা ২৫ হাজারের বেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন। এদিকে, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন করে বাজারটি খুলে দেয়ার জন্য দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
×