ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ০৬:১৫, ২৪ অক্টোবর ২০১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের উপস্থিতি-অনুপস্থিতির তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তালিকা আদালতে দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। অন্যদিকে মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর জায়গা দখল করে ডরিন পাওয়ারের বিদ্যুতকেন্দ্র নির্মাণে বিবাদীদের বাধা না দেয়ার নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে, মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর অবৈধ দখল উচ্ছেদ, অবৈধ স্থাপনা অপসারণ করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া মানিকগঞ্জের ধলেশ্বরী নদীকে সিএস/আরএস রেকর্ড অনুযায়ী তার মূল সীমানা রক্ষার জন্য বিবাদীদের জবাব চাওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করে।
×