ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘুষ গ্রহণের দায়ে কনস্টেবল সাসপেন্ড

প্রকাশিত: ০৬:২৩, ৩ অক্টোবর ২০১৮

ঘুষ গ্রহণের দায়ে কনস্টেবল সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ নিজেকে কর্মকর্তা পরিচয় দিয়ে একটি বেসরকারী প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভ্যাট ফাঁকি দেয়ার কারণে মামলার ভয় দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের নিরাপত্তা শাখার কনস্টেবল মোঃ আসাদুজ্জামানকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। দুদকের কর্মচারী আসাদুজ্জামান ওই প্রতিষ্ঠান থেকে তিন দফায় ১০ লাখের বেশি টাকা আদায় করেছেন বলে তাৎক্ষণিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন। মাসিক কিস্তিতে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ স্টাফ রিপোর্টার ॥ মাসিক কিস্তিতে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারী এয়ারলাইন্স নভোএয়ার। প্যাকেজের আওতায় সর্বনিম্ন ১৭শ ৭৭ টাকায় কক্সবাজার ও সর্বনিম্ন দুই হাজার ৯৯৯ টাকা কলকাতায় প্রতি মাসে কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাত তিন দিন ভ্রমণ করতে পারবেন। প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে নভোএয়ারের টিকেট, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার জন্য গাড়ি, সকালের নাস্তাসহ অন্যান্য সুবিধা। ভ্রমণপিপাসুরা মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারী ব্যাংক এবং কক্সবাজারের ৮টি ও কলকাতার ৩টি পাঁচতারকা মানের হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
×