ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কথিত যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

প্রকাশিত: ০৬:২৪, ৫ সেপ্টেম্বর ২০১৮

কথিত যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতিপাড়া গ্রামের কথিত যুবলীগ নেতা জাফর সেখের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে চাঠাতিপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারি বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে কথিত যুবলীগ নেতা জাফর সেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মুন্সীগঞ্জ আমলী আদালত ৪ এর বিচারক পশুপতি বিশ্বাস টঙ্গীবাড়ি থানা ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। দলীয় কোন পদে না থাকলেও উপজেলার চাঠাতিপাড়া গ্রামের দিনমজুর আলাল সেখের ছেলে জাফর আলী সেখ (৩২) সম্প্রতি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি, জুয়া খেলাসহ নিজ বাড়িতে মদের আসর বসিয়ে রমরমা কারবার করে আসছে। সে ওই এলাকায় গড়ে তুলেছে বৃহৎ ঐক্যজোট নামে একটি সন্ত্রাসী বাহিনী। ৩-৪ বছর আগেও নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিলেও সম্প্রতি সে যুবলীগ নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, জুয়া, মাদকসহ বিভিন্ন অপকর্ম করে চলেছে। জানা গেছে, গত ২২ আগস্ট জাফর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্থানীয় দোকানদার নুরু বেপারির কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় জাফর, রাজিব গং নুরু বেপারিকে দোকান হতে বের করে দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়। পরে গত ২৬ আগস্ট সন্ধ্যায় জাফরসহ তার সন্ত্রাসী বাহিনী নুরু বেপারিকে ১ লাখ টাকা চাঁদার দাবিতে পিটিয়ে গুরুতর জখম করে এবং নুরু বেপারির দোকানে লুটপাট ও ভাংচুর চালায়। গুরুতর আহত নুরু বেপারিকে প্রথমে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই ঘটনায় নুরু বেপারির চাচাত ভাই জাহাঙ্গীর হোসেন বেপারি বাদী হয়ে এই চাঁদাবাজি মামলা দায়ের করে। এ ব্যাপারে চাঠাতিপাড়া গ্রাম ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম বেপারি জানান, জাফর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চাঁদাবাজি, জুয়া ও মাদক ব্যবসা করে আসছে। আমি বাধা দেয়ায় তারা আমাকে খুন-জখমের হুমকি দেয়। টঙ্গীবাড়ি উপজেলা যুবলীগ সভাপতি রেজাউর রহমান ডিউকের সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায়, জাফর যুবলীগের কোন পদে নেই। তবে সে আমাদের সঙ্গে দলের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করে। এদিকে জাফর সেখের সঙ্গে যোগাযোগ করা হলে সে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানায়, আমি ঢাকায় ব্যবসা করি মাঝে মধ্যে বাড়িতে আসি।
×