ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছয় সাংবাদিক লাঞ্ছিত

প্রকাশিত: ০৬:০১, ১৯ আগস্ট ২০১৮

ছয় সাংবাদিক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কর্তৃক ছয় সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। তাদের একটি ঘরে তালা দিয়ে বন্দী করে রাখা হয়। শনিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনায় পুলিশ গিয়ে ওই ছয় সাংবাদিককে উদ্ধার করে। এ ঘটনায় জেলার সাংবাদিকরা ইউপি চেয়ারম্যানের বিচার দাবি করেছেন। অভিযোগ মতে ৬ হাজার ১৩০ কার্ডের বিপরীতে ১১৬ দশমিক ৪ মেট্রিক টন চাল পাচার করেছে এলাকাবাসীর এই অভিযোগে দুপুর ১২টার দিকে শামিম হোসেন বাবু, শাহজাহান সিরাজ, মহিউদ্দিন মাফি, মিজানুর রহমান, শাকিল ইসলাম ও মিল্লাত হোসেন ওই ইউনিয়ন পরিষদে যায়। এ সময় সাংবাদিকদের বেআইনীভাবে ঘরে আটকিয়ে তালা লাগিয়ে দেয়ার ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করতে থাকে।
×