ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফিলিং স্টেশন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৫৪, ৭ আগস্ট ২০১৮

ফিলিং স্টেশন বন্ধের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৬ আগস্ট ॥ পীরগঞ্জ ও বীরগঞ্জ মহাসড়কের ডহরা নামকস্থানে বিপজ্জনক ফিলিং স্টেশন বন্ধের দাবিতে সোমবার বেলা ১১টায় এলাকার দুই শতাধিক সচেতন মানুষ মানববন্ধন করেছে। জানা গেছে, নিউ আদর্শ ফিলিং স্টেশন, ডিলার মেঘনা পেট্রোলিয়াম লিঃ কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারিং প্লান ও ডিজাইন ছাড়াই নিম্নমানের উপকরণ ও স্থানীয় রাজমিস্ত্রি দিয়ে ফিলিং স্টেশনের মূল ভবন নির্মাণ করেন। ফলে ফিলিং স্টেশন শুরু হওয়ার পূর্বেই ছাদ ও পিলার ধসে গিয়ে ভবন হেলে পড়েছে। বর্তমানে ভবনটির সামনের অংশ নিচের দিকে হেলে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। ভুয়া মুক্তিযোদ্ধাদের অপসারণ দাবি স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ একাত্তরের মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটি ঈশ্বরদী শাখার পক্ষ থেকে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সমাবেশে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, বদিউজ্জামান ও আইয়ুব হোসেন। তারা বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে আমরা নানাভাবে বঞ্চিত ও লাঞ্ছিত। মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও মুক্তিযোদ্ধা তালিকা থেকে ভুয়া অপসারণের দাবি জানান তারা। পরে তারা ভুয়া মুক্তিযোদ্ধা গ্রহণকৃত ভাতাসহ অন্য সকল সুবিধা ফেরতের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
×