ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জিয়া অরফানেজ দুর্নীতি

খালেদার রিভিউ আবেদনের শুনানি শেষ, আদেশ ১২ জুলাই

প্রকাশিত: ০৬:২৪, ১০ জুলাই ২০১৮

খালেদার রিভিউ আবেদনের শুনানি শেষ, আদেশ ১২ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপীল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ রিভিউ চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেছে আপীল বিভাগ। অন্যদিকে অরফানেজ ট্রাস্ট মামলায় দেয়া পাঁচ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীল শুনানির ও খালেদা জিয়াকে দেয়া চার মাসের জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদনের শুনানিও ১২ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপীল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ রিভিউ চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদনের ওপর আদেশ দেয়া হবে ১২ জুলাই। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ৫ জুলাই আপীল বিভাগের চেম্বার জজ আদালত রিভিউর বিষয়ে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেন। সে অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হয়। গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-প্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখে আপীল বিভাগ। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীল শুনানি ১২ জুলাই ॥ অরফানেজ ট্রাস্ট মামলায় দেয়া পাঁচ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীল শুনানির জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। ওইদিন সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হবে। একই দিন এই মামলায় খালেদা জিয়াকে দেয়া চার মাসের জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদনের শুনানিও হবে। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গত ৫ জুলাই এ আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
×