ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রলোভন দিয়ে প্রায় ছয় কোটি টাকা আত্মসাত

প্রকাশিত: ০৬:৪৮, ৮ জুলাই ২০১৮

প্রলোভন দিয়ে প্রায় ছয় কোটি টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চাকরি ও ব্যবসার লোভ দেখিয়ে এক প্রতারক চক্র কুড়িগ্রাম থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৬ কোটি টাকা। এ নিয়ে আদালতে মামলা গড়ালেও আসামি পক্ষের হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে বিচার প্রার্থীরা। এইচ এম মশিউর রহমান ম-ল পাপ্পু প্রতারক চক্রের মূল হোতা। তার নেতৃত্বে তিন সদস্যের প্রতারক চক্র। এরা সবাই একই পরিবারে সদস্য। অপর দু’সদস্য হলোÑ বাবা মতিউর রহমান ম-ল ও ছোট ভাই হাসান আল মুলক। বে-সরকারী ব্যাংকে অফিসার পদে চাকরি দেয়ার নাম করে কুড়িগ্রামে ৩৫ জন শিক্ষিত বেকার যুবকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে তিন কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া অপর দুজন ব্যবসায়ীর কাছ থেকে ব্যাংকের মাধ্যমে দুই কোটি ২৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এইচ এম মশিউর রহমান ম-ল পাপ্পু ভদ্রবেশী ভ- ও প্রতারক। কুড়িগ্রামের ৩৫ বেকার যুবককে এবি ব্যাংকের নকল নিয়োগপত্র দিয়ে এ প্রতারণা করেন তিনি। এছাড়াও দু’জন ব্যবসায়ীকেও প্রতারণার ফাঁদে ফাঁসিয়েছেন। এ ব্যাপারে কুড়িগ্রামে পৃথক ৪টি মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। পুলিশ মূল প্রতারক এইচ এম মশিউর রহমান ম-ল পাপ্পুকে গ্রেফতার করতে সক্ষম হলেও এ চক্রের অন্যতম হোতা মতিউর রহমান ম-ল ও হাসান আল মুলক এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। শাহজাহান সিরাজ নামে এক অভিযোগকারী ১ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত করার অভিযোগ আনয়ন করে কুড়িগ্রাম সদর থানায় ৪২০/৪০৬ ধারায় একটি মামলা রুজু করেন। কুড়িগ্রাম শহরের কাপড় ব্যবসায়ী ইত্তেখায়রুল আলম অপর একটি মামলায় ১ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ এনে এইচ এম মশিউর রহমান ম-ল পাপ্পু ও হাসান আল মুলকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করেন। অপরদিকে মৃণাল কান্তি বর্মণ কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলায় আসামি এইচ এম মশিউর রহমান ম-ল পাপ্পু ও মতিউর রহমান ম-লকে চাকরি দেয়ার নাম করে ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ দাখিল করেন। একইভাবে প্রতারণার শিকার মাহমুদুল হাসান চাকরি দেয়ার নাম করে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার বিশ্বাস ভঙ্গের অভিযোগ দায়ের করেন আদালতে।
×