ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘর পাচ্ছেন ১১৯ দরিদ্র পরিবার

প্রকাশিত: ০৪:৪০, ২ জুলাই ২০১৮

  ঘর পাচ্ছেন ১১৯ দরিদ্র পরিবার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ জুলাই ॥ ‘যার জমি আছে ঘর নেই তার জমিতে গৃহ নির্মাণ’ উপখাতের আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১২ ইউনিয়নের ১১৯ দরিদ্র পরিবার ঘর পাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব পরিবারকে ২০১৭-১৮ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহনির্মাণ ব্যয়ের জন্য কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে এক কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ১১৯ পরিবারের তালিকা সম্পন্ন করা হয়েছে। অনুমোদিত তালিকায় চাকামইয়া ইউনিয়নে ১০, টিয়াখালীতে ১০, লালুয়ায় ১০, মিঠাগঞ্জে ১০, নীলগঞ্জে ১০, মহিপুরে ১০, লতাচাপলী ১০, ধানখালী ১০, ধূলাসারে ১০, বালিয়াতলী ১০, ডালবুগঞ্জে নয়টি এবং চম্পাপুরে ১০ পরিবার গৃহপুনর্বাসন সুবিধা পাচ্ছেন।
×