ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে স্কুলছাত্রীকে গলা টিপে হত্যা

প্রকাশিত: ০৬:৪৭, ২২ মে ২০১৮

চাঁপাইয়ে স্কুলছাত্রীকে গলা টিপে হত্যা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর শিরোটোলা এলাকায় নবম শ্রেণীর ছাত্রী শ্যামলী খাতুনকে (১৬) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত শ্যামলী খাতুন কবির হোসেনের ছোট মেয়ে ও পারঘোড়াপাখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার গভীর রাতে একদল সন্ত্রাসী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে কবির হোসেনের স্ত্রী আলিয়ারা বেগম, বড় মেয়ে চাম্পা খাতুন ও শ্যামলী খাতুনের ঘরে প্রবেশ করেই আলিয়ারা বেগম ও চাম্পার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে। এরপর তাদের গলায় থাকা তিনটি চেইন ও দুটি টাচ্ মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় শ্যামলী খাতুন সন্ত্রাসীদের চিনে ফেলায় সন্ত্রাসীরা শ্যামলীকে জোর করে পাশের রুমে নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। যাওয়ার সময় তারা বাড়ির প্রধান ফটকে শিকল আটকিয়ে পালিয়ে যায়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক ইকবাল সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। মাধবপুরে শিশু সংবাদদাতা মাধবপুর হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে মীম নামে ৮ বছরের এক শিশু খুন হয়েছে। নিহত মীম ছাতিয়াইন গ্রামের লাল খাঁর মেয়ে। রবিবার মধ্যরাতে ছাতিয়াইন গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ জানায়, নিহত মীমের বাবা লাল খাঁর সঙ্গে রবিবার দুপুরে আমপাড়া নিয়ে প্রতিবেশী মাসুক মিয়ার সঙ্গে তাদের ঝগড়া হয়। এতে রাশেদের পিতা মাসুক মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। বাবা আহত হওয়ার প্রতিশোধ নিতে আহত মাসুক মিয়ার ছেলে রাশেদ মিয়া দলবল নিয়ে রবিবার মধ্যরাতে মীমের বাবা লাল খাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের দায়ের কোপে শিশু মীম ঘটনাস্থলে মারা যায়। সাভারে ২ মৃতদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সোমবার সকালে বিরুলিয়া ইউনিয়নের খাগান ও ভাকুর্তা ইউনিয়নের মধুমতি মডেল টাউনের ভেতর থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকার মফিজুল ইসলাম (৪৭) মধুমতি মডেল টাউনের ভেতরে দিনমজুরের কাজ করত। রহস্যজনক অবস্থায় এদিন সকালে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। অপরদিকে একই দিন সকালে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা বাড়ির দোতলায় জানালার গ্লাস লাগানোর সময় মাথায় ইট পড়ে এক রাজমিস্ত্রি (৪০) মারা যায়। হাটহাজারীতে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, হাটহাজারী উপজেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়িতলী ওয়ার্ডের সারাং বাড়ি নূরুন্নবী চৌধুরীর ভাড়া বাসা থেকে আছমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার সময় খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকার জনৈক সাইফুল ইসলামের স্ত্রী।
×