ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের ব্যবসায়ীকে টর্চার সেল থেকে পুলিশের উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৬, ৭ মে ২০১৮

মুন্সীগঞ্জের ব্যবসায়ীকে টর্চার সেল থেকে  পুলিশের উদ্ধার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী মকবুল হোসেন দেওয়ানকে (৪০) রবিবার চিহ্নিত সন্ত্রাসীরা অপহরণ করে টর্চার সেলে নিয়ে যায়। সেখানে নির্মমভাবে প্রহার করে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চিহ্নিত মাদক বিক্রেতা মান্নান শেখ ওরফে মন্না (৩৫) ও মোঃ সুমনকে (৩০) আটক করেছে। এই ঘটনায় মকবুলের বড় ভাই মনির হোসেন দেওয়ান বাদী হয়ে সন্ধ্যায় ৯ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে। থানাটির ওসি আলমগীর হোসাইন জানান, এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে শহরের লাগঘেষা নতুনগাঁও এলাকায় মাদক বিক্রেতা মন্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা চালায়। পরে তাকে অপহরণ পর নির্জন টর্চার সেলে নিয়ে লোহার রড দিয়ে বেধড়ক পেটায়। জমি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। খবরটি পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় মকবুলকে নির্মাণাধীন একটি ভবনের সিঁড়ির নিচ থেকে উদ্ধার করে।
×