ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল ॥ ইঞ্জি. মোশাররফ

প্রকাশিত: ০৪:৩০, ২৮ এপ্রিল ২০১৮

নারীর ক্ষমতায়নে  শেখ হাসিনা বিশ্বে  রোল মডেল ॥  ইঞ্জি. মোশাররফ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে রোল মডেল। অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার নারীদের কর্মসংস্থান এবং ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে, যার বৈশ্বিক স্বীকৃতিও মিলেছে। ২০২১ সালের মধ্যে আর কোন বেকার নারী-পুরুষ থাকবে না, সে লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্ত্রী কথাগুলো বলেন। অনুষ্ঠানে সেলাই ও কাটিং, ব্লক-বাটিক, এমব্রয়ডারি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র এবং আত্মকর্মসংস্থানমূলক সামগ্রী বিতরণ করা হয়। দারিদ্র্য নিরসন ও নারীর উন্নয়নে চট্টগ্রাম জেলা পরিষদের এই উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী। ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, বেকার এবং অস্বচ্ছল নারীদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অনেক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। আগামী ২০২১ সালের মধ্যে বেকারত্ব দূরীকরণই সরকারের লক্ষ্য। গণপূর্তমন্ত্রী প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩১১ সেলাই মেশিন, ৮০ ইউনিট ব্লক-বাটিক সামগ্রী, ৯৩ ইউনিট এমব্রয়ডারি সামগ্রী, ৫০ ইউনিট বুটিকস সামগ্রী এবং ১২০ কম্পিউটার প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদ সদস্য আবদুল ওহাব, দেবব্রত দাশ, শেখ আতাউর রহমান, শওকত আলম, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, মুহাম্মদ জসিমউদ্দিন, মহিলা সদস্য দিলোয়ারা ইউসুফ, রেহেনা আক্তার, শাহিদা আক্তার জাহান, এ্যাডভোকেট উম্মে হাবীবা, সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, উপসহকারী প্রকৌশলী রথিন্দ্রনাথ সেন, চেয়ারম্যানের পিএ সুপ্রিয় দাশ প্রমুখ।
×