ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৭০ বছরেও জোটেনি বয়স্ক ভাতার কার্ড

প্রকাশিত: ০৭:১৫, ১৭ এপ্রিল ২০১৮

৭০ বছরেও জোটেনি বয়স্ক ভাতার কার্ড

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সকাল থেকে সন্ধ্যা জীবিকার তাগিদে ছুটে চলে ছালেহা বেওয়া (৭০)। । দু বেলা দু মুঠো খাবারের জন্য সবার দ্বারে দ্বারে ভিক্ষা করেন তিনি। ক্লান্তিহীনভাবে পায়ে হেঁটে পথ চলেন মাইলের পর মাইল। আপনজন বলতে কেউ নেই। আশ্রয় নিয়েছে দিনমজুর জামাইয়ের বাড়িতে। শরীরে বহন করছেন বিশাল আকৃতির ঘ্যাঁগ (গলগ-)। আর যেন চলতে পারছেন না। ক্লান্ত এ জীবন সায়াহ্নে শুধুই আক্ষেপ রাতে ঘুমাবার ঘর নেই, নেই কবর দেয়ার জায়গা। ভাগ্যে জোটেনি বিধবা কিংবা বয়স্ক ভাতার কার্ড। জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউপির পাতিলাপুরী গ্রামের হত দরিদ্র মোক্তার আলীর স্ত্রী ছালেহা বেওয়া (৭০)। স্বামীও ভিক্ষা করে সংসার চালাতেন। ১০ বছর আগে স্বামী মারা গেলে একমাত্র পুত্র সন্তান আমিনুর রহমান দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। স্বামী মারা যাবার দু বছর পর একমাত্র ছেলেও মারা যান। বৃদ্ধ বয়সে ছালেহার জীবনে নেমে আসে অন্ধকার। কোথায় যাবেন, কি খাবেন? এ অবস্থায় ঠাঁই হয় হতদরিদ্র মেয়ে মের্শেদা বেগম ও দিনমজুর জামাইয়ের সংসারে। তাদেরও সংসারে চলে টানাপোড়েন। বাধ্য হয়ে ছালেহাকে নামতে হয় ভিক্ষাবৃত্তিতে।
×