ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ জাতীয়করণ দাবি

প্রকাশিত: ০৪:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ জাতীয়করণ দাবি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২৪ ফেব্রুয়ারি ॥ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের জন্মস্থান নড়াইল সদর উপজেলার চ-িবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্রীছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এক বছর আগে চিঠি দেয়া হলেও তার কোন অগ্রগতি হয়নি। এমনকি কলেজটি এমপিওভুক্ত না হওয়ার কারণে শিক্ষক-কর্মচারীরা মানববেতর জীবন-যাপন করছে। বর্তমানে কলেজে ১৯ জন শিক্ষক ও ৭জন কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। কলেজটি ২০১০ সালে একাডেমিক স্বীকৃতি পায় এবং বর্তমানে পাশ^বর্তী ২০টি গ্রামের চার শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকারী, প্রভাষক এসএম রিয়াজুল ইসলাম, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আল হেলাল, কামনা রানী মিত্র, আমিনুর ইসলাম প্রমুখ। দিনাজপুুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ধান ব্যবসায়ীর সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার বাশেরহাটে ৪/৫ ছিনতাইকারী রাস্তা অবরোধ করে ধান ব্যবসায়ী ফেরদৌস সরকারের সাড়ে ১০ লাখ টাকাসহ জরুরী কাগজপত্র ছিনতাই করেছে। ফেরদৌস বীরগঞ্জ উপজেলার একটি হাটে ধান কিনতে গিয়ে ফিরে আসার পথে এই ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানায় দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করেন।
×