ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে না’গঞ্জে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া

নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২শ’ নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৬:১২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২শ’ নেতাকর্মী আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার সিলেটে যাওয়ার পথে তাঁকে শুভেচ্ছা জানাতে আসা দলের নেতাকর্মী-সমর্থকদের বাধা প্রদান এবং তাদের আটক ও গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে রওয়ানা হওয়ার পর নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব ও কিশোরগঞ্জ থেকে শুরু করে সিলেটের পথে পথে উৎফুল্ল জনতার ভিড় কমাতে পুলিশ বাধা প্রদান এবং ব্যাপক ধরপাকড় করে। এ ছাড়া, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জেলা থেকে ২০০ জনকে আটক ও গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে পুলিশ জানায়। পুলিশ আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ দলের ৬জন নেতাকর্মীকে আটক করেছে। এ দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আটক করেছে পুলিশ। সোমবার নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৮জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন।- খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, বেগম জিয়ার এ সফরের সময় নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল প্রায় একেবারেই ফাঁকা। বিএনপির কিছু নেতাকর্মী ছাড়া উল্লেখযোগ্য আর কোন নেতাকর্মীকে মাঠে নামতে দেখা যায়নি। বেগম জিয়ার এ সফরকে কেন্দ্র করে আইনশৃখলা বাহিনী জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিল। সোমবার সকাল পৌনে ১০টার দিকে শিমরাইল এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা পার্শ্ববর্তী মহল্লার ভেতরে চলে যায়। সেখান থেকে পুলিশ সোয়েব ও ইয়াছিন নামে যুবদলের দুই কর্মীকে আটক করেছে। সাইনবোর্ড এলাকা থেকে মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এ্যাড. আনোয়ার হোসেন প্রধান ও এ্যাড. মাঈনউদ্দিন নামে ৩জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সকাল ১০টা ২৬ মিনিটে বেগম খালেদা জিয়ার গাড়িবহর সিদ্ধিরগঞ্জের শিমরাইল অতিক্রম করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, বেগম খালেদা জিয়ার যাত্রাপথে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছিলাম। এ দিকে আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখীতে নাশকতার চেষ্টার সময় বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদসহ ৭ নেতাকর্মীকে আটক করা হয়। ওই সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ রাবার বুলেট ও কাদানে গ্যাস ব্যবহার করে এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আরও আটক করা হয় উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, যুবদল নেতা সালাহউদ্দিন, গাজী আহসানউল্লাহ, তসলিমউদ্দিন ও যুবদল নেতা রাজিব। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত নারায়ণগঞ্জের ৬টি থানায় নাশকতার অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এতে প্রায় ৬ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গত দু’দিনের ৩৮জনকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নরসিংদীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকালে বেগম খালেদা জিয়া সিলেট যাবার উদ্দেশে রওনা হয়ে নরসিংদী অতিক্রমকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করে। দুপুর ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য বিএনপির শত শত নেতাকর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে অবস্থান নেয়। এ সময় পুলিশ বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সানাউল্লাহ মিয়া, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ ১৩ নেতাকর্মীকে আটক করে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন সেøাগান দিলে পুলিশ তাদেরকে ধাওয়া করে তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। আটকের ২ ঘণ্টা পর বেলা ২টার দিকে এ্যাড. সানাউল্লাহ মিয়াকে ছেড়ে দেয় পুলিশ। কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাসভবন থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকরা হলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি বাহার মিয়া ও জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্নেল। জেলা বিএনপির শীর্ষস্থানীয় একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে ভৈরবে জেলা বিএনপির নেতৃবৃন্দ নেত্রীকে শুভেচ্ছা জানানোর কথা ছিল। এ জন্য সকাল থেকেই ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাসভবনে নেতারা জড়ো হন। দুপুরে পুলিশ গিয়ে ওই ৪ নেতাসহ বেশ কয়েকজনকে আটক করে। ভৈরব ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব প্রান্তে খালেদা জিয়াকে সোমবার সকালে বিএনপি নেতাকর্মীরা অভ্যর্থনা জানাতে এসে পুলিশী বাধার মুখে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিনের নেতৃত্বে পুলিশী বাধা উপলক্ষে করে মহাসড়ক দখল করে নেয় ভৈরব বিএনপির নেতাকর্মী। মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ৩টার দিকে উপজেলার দেউলভোগ দয়হাটা এলাকার নিজ বাড়ি থেকে গেফতার করা হয়। শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। দোহার-নবাবগঞ্জ (ঢাকা) ॥ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। নাশকতার অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আলগীচরের সিরাজুল হক চৌধুরীর ছেলে ছাত্রদল নেতা রেজাউল হক চৌধুরী রুবেল (৩৫), যন্ত্রাইলের আব্দুল মজিদের ছেলে সুমন (৩৪), মাধবপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে সিহাব মিয়া (২৮) ও কান্দ্রামাত্রার এলাকার আব্দুল আলী মোল্লার ছেলে আব্দুল ওহাব (৫০) কে গ্রেফতার করে। কেরানীগঞ্জ ॥ কেরানীগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ৩ নেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ। রোববার রাতে পৃথকস্থান থেকে তাদের আটক করা হয়। গত ৫ জানুয়ারি গাড়ি ভাংচুরের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, যুবদল নেতা সিরাজুল ইসলাম সোহেল ও খায়রুল আমিন সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা আমজাদ হোসেন। চাঁদপুর ॥ চাঁদপুরে মামলার এজহার ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে জেলার ৮ উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আটককৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। যশোর ॥ নাশকতা চেষ্টা মামলায় যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি, বর্তমান দুই সহ-সেক্রেটারিসহ ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক শাহিনুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ঝিনাইদহ ॥ ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৯জনকে আটক করেছে পুলিশ। সে সময় ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। নীলফামারী ॥ নাশকতাসহ, বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ৫ বিএনপি নেতা ও ২ জামায়াত নেতাসহ ২৩জন আসামিকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এ সব আসামিকে গ্রেফতার করেছে। নড়াইল ॥ নাশকতার আশঙ্কায় নড়াইলে পুলিশের অভিযানে কালিয়া উপজেলা বিএনপির সভাপতিসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে পুলিশ ১০টি ককটেল বোমা, ৬টি পেট্রোল বোমা, ১০টি বাঁশের লাঠি, ১০টি লোহার রড, ৩০টি কাঠের লাঠি, ৫০টি ইটের টুকরা উদ্ধার করে পুলিশ। আটকদের নামে নাশকতার প্রস্তুতি ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। দিনাজপুর ॥ দিনাজপুরে পেট্রোল, রড ও লাঠিসহ পুলিশ বিএনপি-জামায়াতের ৪জনকে গ্রেফতার করেছে। ৩২ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে নাশকতার মামলা। রোববার দিবাগত রাত দেড়টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহিলা কলেজের মাঠ থেকে পুলিশ ৩ লিটার পেট্রোল, ৬টি লোহার রড ও ১৫টি লাঠিসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, বিএনপির কর্মী মাহফুজ আহমেদ, মাহে আলম এবং জামায়াতের রোকন নুরুল ইসলামকে গ্রেফতার করে। শেরপুর ॥ শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মোঃ হযরত আলীসহ যুবদল-ছাত্রদলের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার প্রস্তুতি গ্রহণের অভিযোগে নিয়মিত মামলা রুজু হয়েছে। কুমিল্লা ॥ কুমিল্লায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৩২জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় রবিবার রাতে ও সোমবার দিনভর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মীরসরাই, চট্টগ্রাম ॥ মীরসরাইয়ের বিভিন্ন এলাকা থেকে সোমবার (৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত জোরারগঞ্জ থানা জামায়াতের আমীরসহ বিএনপি, যুবদলের ৭ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি রবিউল হোসেন রবি, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম, ব্যবসায়ী ওমর ফারুক, বিএনপি কর্মী জয়নাল আবেদীন।
×