ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রুপা ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক ৩১ জানুয়ারি

প্রকাশিত: ০৪:১৫, ২৯ জানুয়ারি ২০১৮

রুপা ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক ৩১ জানুয়ারি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৮ জানুয়ারি ॥ মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার ৫ আসামির পরীক্ষা শেষ হয়েছে। রবিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামিদের পরীক্ষা গ্রহণ করেন। পরে আদালতের বিচারক আগামী ৩১ জানুয়ারি যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। আসামিরা হলেন- ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর ও সুপারভাইজর সফর আলী এবং হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর। জানা যায়, রবিবার রুপা হত্যা মামলায় নির্ধারিত দিন সকালেই সকল আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিরা আদালতে বিচারকের সামনে নিজেদের নির্দোষ দাবি করলে বিচারক আগামী ৩১ জানুয়ারি যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। উল্লেখ্য, গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপাকে চলন্ত বাসে গণধর্ষণ করে পরিবহন শ্রমিকরা। বাসেই তাকে ঘাড় মটকে হত্যার পর মধুপুর উপজেলায় পঁচিশমাইল এলাকায় বনের মধ্যে রুপার মরদেহ ফেলে রেখে যায়।
×