ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

লোকজ উৎসবে অটিজম দিবস

প্রকাশিত: ০৫:৪৮, ২০ জানুয়ারি ২০১৮

লোকজ উৎসবে অটিজম দিবস

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে মাসাব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের মধ্যে শুক্রবার পালিত হয় অটিজম দিবস। এদিন জাদুঘরের প্রধান ফটক প্রতিবন্ধী শিশু এবং তাঁদের পরিবারবর্গের জন্য উন্মুক্ত রাখা হয়। বিনা টিকেটে তাঁদের জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়। এ উপলক্ষে সোনারতরী লোকজ মঞ্চে গতিধারার প্রধান নির্বাহী সিকদার আবুল বাশার রচিত বাংলাদেশের অটিজম শিশুদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক সেমিনার উপস্থাপিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক বিলু কবীর। প্রবন্ধ পাঠ করেন কবি আফরোজা কণা। অটিজম দিবসে গ্রামীণ খেলার মাঠে মেঘনা ঘাট শিল্পনগরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে লুপ্তপ্রায় গ্রামীণ খেলা প্রদর্শিত হয়।
×