ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অটিজমবিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৪:৪০, ১৭ জানুয়ারি ২০১৮

অটিজমবিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ জানুয়ারি ॥ ‘রাষ্ট্রীয় আইন মেনে চলি, অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি’ এ সেøাগানকে সামনে রেখে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ে অবহিতকরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। ইউএনও পারভেজ মল্লিকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তার, আলীম আল-রাজী, ডাঃ মাহমুদুল হাসান, জমিরউদ্দিন, কামরুল হাসান প্রমুখ। ঘুষ ফেরত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলার গৌরনদী সার্কেলের সিপাহী বেল্লাল হোসেন। একজন সিপাহী হওয়া সত্ত্বেও বেল্লাল হোসেন কখনও নিজেকে প্রধানমন্ত্রীর দফতরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, কখনও বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উর্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকার নিরীহ ব্যক্তিদের গ্রেফতারের ভয় দেখিয়ে ঘুষ আদায় করে আসছিলেন। জানা গেছে, সর্বশেষ গ্রেফতারের ভয় দেখিয়ে সিপাহী বেল্লাল হোসেন গৌরনদীর বাটাজোর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চন্দ্রহার গ্রামের বাসিন্দা অবিনাশ চন্দ্র মিস্ত্রির কাছ থেকে অতি সম্প্রতি ১০ হাজার টাকা ঘুষ আদায় করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর মঙ্গলবার দুপুরে বেল্লাল হোসেন ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন।
×