ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সত্যেন বসু জ্ঞানের উৎকৃষ্টতায় সমাজকে আলোকিত করেছেন

প্রকাশিত: ০৫:১৬, ২ জানুয়ারি ২০১৮

সত্যেন বসু জ্ঞানের উৎকৃষ্টতায় সমাজকে আলোকিত করেছেন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেছেন, কিছু ক্ষণজন্মা মানুষ একটি যুগে জন্মায় এবং জ্ঞানের উৎকৃষ্টতায় দিয়ে তারা সমাজকে আলোকিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব সত্যেন বসু, এমনি একজন মানুষ যার জীবন ও কর্ম যতবার আলোচনা করা হোক না কেন তার সমকালীনতা ও প্রাসঙ্গিকতা শেষ হয় না। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববরেণ্যে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেকচারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস’ লেকচারের আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়। বোস সেন্টার-এর পরিচালক অধ্যাপক ড. সুপ্রিয়া সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ। মূলবক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।
×