ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাইসিনা সংলাপে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী দিল্লী যাচ্ছেন

প্রকাশিত: ০৪:৪০, ২৭ ডিসেম্বর ২০১৭

রাইসিনা সংলাপে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী দিল্লী যাচ্ছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ১৬ জানুয়ারি দিল্লী যাচ্ছেন। সেখানে তিনি ‘রাইসিনা সংলাপে’ যোগ দেবেন। দিল্লী সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আবুল হাসান মাহমুদ আলীর দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এ বৈঠকের বিষয়ে উভয়পক্ষের মধ্যে প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। আগামী ১৬-১৮ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লীভিত্তিক সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে রাইসিনা সংলাপের আয়োজন করেছে। দিল্লীর রাইসিনা ভবনে এই সংলাপ শুরু হবে। সংলাপের উদ্বোধন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এছাড়া সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ড, ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত, ভারতের নৌবাহিনীর প্রধান এ্যাডমিরাল সুনীল লানবা প্রমুখ।
×