ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৭ মার্চের ভাষণই বাঙালী জাতির স্বাধীনতার ঘোষণা ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:৫৮, ১২ ডিসেম্বর ২০১৭

৭ মার্চের ভাষণই বাঙালী জাতির স্বাধীনতার ঘোষণা ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণই বাঙালী জাতির স্বাধীনতার অমোঘ ঘোষণা। সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে সাড়ে ৭ কোটি মানুষ স্বাধীনতার সংগ্রামে জীবনপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলার স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আমরা বাঙালী হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বেঁচে আছি। বাঙালী পরিচয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশের জনগণ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে সোমবার আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। দুপুরে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাদ্যযন্ত্রসহকারে এ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ধারণ করেন রং-বেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার। মেয়র বলেন, দেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনা দেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
×