ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাকরাইলে মা-ছেলে হত্যা ॥ প্রতিবেদন ৮ জানুয়ারি

প্রকাশিত: ১৭:৪৪, ৪ ডিসেম্বর ২০১৭

কাকরাইলে মা-ছেলে হত্যা ॥ প্রতিবেদন ৮ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। রমনা থানার ওসি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নবী নতুন এ দিন ধার্য করেন। ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ বাড়িতে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন শামসুন্নাহার (৪৫) ও তার ছেলের নাম শাওন (ও লেভেল শিক্ষার্থী) । নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আঁদা-রসুন-পেঁয়াজ আমদানিকারক। এ ঘটনায় ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নিহতের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা ও মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে। মামলার পরে আব্দুল করিম, শারমীন মুক্তা ও জনিকে গ্রেফতার করে পুলিশ। শারমীন মুক্তা ও জনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
×