ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লাখ টাকা জরিমানা আদায়

ঢাকা ও আশপাশের এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ০৫:১৯, ১৭ নভেম্বর ২০১৭

ঢাকা ও আশপাশের এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিআরটিএর ৩টি ভ্রাম্যমাণ আদালত রাজধানী ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর অধীনে সংঘটিত বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ৫০টি মামলায় এক লাখ ১৪ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় ২টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ৯টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মগবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি মামলায় ২৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৬টি মামলায় ৬৭ হাজার টাকা জরিমানা আদায় ২টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ৬টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। -বিজ্ঞপ্তি এনএসইউতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) মডেল ইউনাইটেড নেশনস ক্লাবের আয়োজনে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০১৭ (আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন) শুরু হয়েছে। সম্মেলনের এবারের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বিশ্বশান্তি পুনর্প্রতিষ্ঠা’। আফগানিস্তান, ভারত, নেপাল ও পাকিস্তান থেকে ৫০ জন প্রতিনিধিসহ দেশ-বিদেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৬৫০ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন। Ñবিজ্ঞপ্তি
×