ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে আবর্জনার স্তূপ ॥ অতিষ্ঠ মানুষ

প্রকাশিত: ০৪:০৩, ৫ নভেম্বর ২০১৭

ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে আবর্জনার স্তূপ ॥ অতিষ্ঠ মানুষ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশেই জালকুড়ি ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। বর্তমানে এখানে ময়লা-আবর্জনার স্তূপ জমা হয়েছে। এতে এ রুটের চলাচলরত কয়েক লাখ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ ছাড়াও স্থানীয় বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের ময়লা-আবর্জনার দুর্গন্ধে ওই এলাকায় বসবাস করা দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ময়লা-আবর্জনা ফেলানো বন্ধ করতে মানববন্ধনসহ নানা কর্মসূচীও পালন করা হয়েছে। কিন্তু কিছুতেই উক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না। এতে দিন দিন এলাকাবাসী ফুঁসে ওঠছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটি সিটি কর্পোরেশনসহ বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দারা চলাচল করছে। যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন এ সড়কটি দিয়ে চলাচল করছে। এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত জেলার কয়েক লাখ যাত্রী রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছে। কিন্তু গত দুই থেকে আড়াই বছর ধরে এ সড়কের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শহরসহ আশপাশের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায় ১৮-২০টি গাড়িতে করে ময়লা-আবর্জনা এনে তা ফেলা হচ্ছে। এ সময় পরিচ্ছন্ন কর্মী সিরাজুল ইসলাম জানান, সিটি কর্পোরেশন এলাকার ময়লা-আবর্জনা বিভিন্ন এনজিও’র মাধ্যমে উক্ত স্থানে ফেলা হচ্ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক বলেন, জালকুড়ির সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে সেই জায়গাটি ইউনিয়ন পরিষদের। ওখানে আমাদের কোন ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে না। কারা ময়লা-আবর্জনা ফেলছে তা আমার নলেজে নেই। আমাদের জায়গা থাকলে আমরা ময়লা-আবর্জনা ফেলব। না হয় ফেলব না। আমরাতো কষ্ট করেই শহরের জিমখানা লেকের পাশেই ময়লা-আবর্জনা ফেলছি।
×