ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উত্তরায় অটোরিকশার ধাক্কায় মায়ের মৃত্যু ॥ শিশু সন্তান আহত

প্রকাশিত: ০২:৪৬, ৪ নভেম্বর ২০১৭

উত্তরায় অটোরিকশার ধাক্কায় মায়ের মৃত্যু ॥ শিশু সন্তান আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মর্জিনা বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার তার সঙ্গে থাকা শিশু কন্যা আহত হয়েছেন। নিহতের স্বামীর নিরাপত্ত প্রহরী হিসেবে কাজ করেন। তারা দক্ষিণখান থানাধীন আজমপুরের মক্তিযোদ্ধা রোডের একটি বাসায় ভাড়া থাকেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরে একটি কমিউনিটি সেন্টারের সামনে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা বেগম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। পরে মা-মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হলে মা মর্জিনা বেগম ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বিকেল সাড়ে ৫টার দিকে মর্জিনা বেগমের মৃত্যু হয়। আর তার শিশু কন্যাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মর্জিনা বেগমের লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। রবিবার সকালে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানান তিনি।
×