ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাখাইনে গণহত্যা তদন্তে কাল কক্সবাজার যাচ্ছে নাগরিক কমিশন

প্রকাশিত: ০৭:৫০, ২১ অক্টোবর ২০১৭

রাখাইনে গণহত্যা তদন্তে কাল কক্সবাজার যাচ্ছে নাগরিক কমিশন

বিডিনিউজ ॥ রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সরকারী বাহিনীর গণহত্যা তদন্তে কক্সবাজারে যাচ্ছে নাগরিক কমিশন। ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ ব্যানারে সাবেক বিচারপতি, পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে গঠিত এ কমিশনের পক্ষ থেকে শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, নাগরিক কমিশনের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশে শনিবার ঢাকা ছাড়ছে। সেখানে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ভুক্তভোগীদের জবানবন্দী নেবে নাগরিক কমিশন। তারা সেখানে রোহিঙ্গাদের সার্বিক অবস্থা জানার জন্য দুদিন অবস্থান করবেন। প্রতিনিধি দলে থাকছেন নাগরিক কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা, সদস্য বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি নূরুল আনোয়ার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশীদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে মোহম্মাদ আলী শিকদার, শিক্ষাবিদ মমতাজ লতিফ, ব্রিটিশ মানবাধিকার নেতা জুলিয়ান ফ্রান্সিস, মানবাধিকার নেতা নির্মল রোজারিও, মওলানা জিয়াউল হাসান, মানবাধিকার নেতা অশোক বড়ুয়া, উত্তম বড়ুয়া, নুজহাত চৌধুরী, মামুন আল মাহতাব, শহীদ সন্তান আসিফ মুনীর ও তৌহিদ রেজা নূর, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সমাজকর্মী হেলাল উদ্দিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার সফরকালে কমিশন রোহিঙ্গাদের ত্রাণ, পুনর্বাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সরকারী কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন। রবিবার দুপুর একটায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের কার্যক্রম তুলে ধরবেন কমিশনের সদস্যরা।
×