ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় শ্রমিকের মৃত্যু ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:৩৬, ১৩ অক্টোবর ২০১৭

ফতুল্লায় শ্রমিকের মৃত্যু ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় শাওন (২৬) নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এ সময় এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কারখানা কর্তৃপক্ষ বলছে, শাওন বিদ্যুস্পৃষ্টে মারা গেছে। নিহতের পরিবারের অভিযোগ, কারখানার কর্তৃপক্ষ বলেছে শাওন বিদ্যুতায়িত হয়েছে। কিন্তু তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাই তারা ঘটনাটি হত্যাকা- আখ্যায়িত করে সুষ্ঠু বিচার দাবি করেন। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বিদ্যুতস্পৃষ্টে মারা গেছে সে। এদিকে সড়ক অবরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন। পরে পুলিশ এসে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। জানা গেছে, ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকার মোশাররফ মনিরের তারকাঁটা কারখানায় কাজ করত শাওন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কারখানায় এসে কাজে যোগ দেয় সে। বেলা এগারোটার সময় হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয় শাওন। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের পিতা বকুল হোসেন অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ বলছে শাওন বিদ্যৃতস্পৃষ্টে মারা গেছে। কিন্তু তার শরিরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই আমি ছেলে হত্যার বিচার চাই। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, হাটখোলা এলাকায় অবস্থিত মোশারফ মনিরের তারকাঁটা কারখানাটি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। মেশিনের নিচে পানির ছোট হাউস। পানির হাউসে হাত ধুয়ে মেশিন চালাতে হয়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনে বিদ্যুতায়িত হয়ে আহত হয় শাওন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সৈয়দপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
×