ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তালের চারা বিষয়ক প্রশিক্ষণ ॥ যশোরে ৫ অক্টোবর চাকরি মেলা

মেঘনার ভাঙ্গন রোধ কাজের উদ্বোধন

প্রকাশিত: ০৪:১০, ১ অক্টোবর ২০১৭

মেঘনার ভাঙ্গন রোধ কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩০ সেপ্টেম্বর ॥ অবশেষে রাক্ষুসী মেঘনার হাত থেকে দৌলতখান উপজেলাকে রক্ষার জন্য প্রায় ৫৫১ কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে দৌলতখানবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিত সিসি ব্লকের উদ্বোধন করেন সংসদ সসদ্য আলী আজম মুকুল। ভবানীপুর ইউনিয়ন পরিষদের সামনে এক জনসভা, দোয়া মোনাজাত ও ফলক উন্মোচনের মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে প্রধান অতিথি সংসদ সসদ্য আলী আজম মুকুল বলেন, দৌলতখানবাসীর প্রধান সমস্য ছিল নদী ভাঙ্গন। ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল। তালের চারা বিষয়ক প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আধুনিক পদ্ধতিতে তাল গাছের চারা উৎপাদন, রোপণ এবং ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিএসআরআইর ইয়াসিন আলী প্রশিক্ষণ মিলনায়তনে উদ্বোধন করা হয়। বিএসআরআইর পক্ষ থেকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিএসআরআইর মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএসআরআইর প্রকল্প পরিচালক ড. সমজিৎ কুমার পাল ও পিএসও ড. কহিনুর বেগম। বিএসআরআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল কাশেমের সভাপতিত্ব করেন। যশোরে ৫ অক্টোবর চাকরি মেলা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আগামী ৫ অক্টোবর বসছে চাকরি মেলা। এতে দেশের ৪০টি আইটি কোম্পানি অংশ নেবে। সেখানে তাৎক্ষণিক যাচাই বাছাই শেষে প্রার্থীদের চাকরি দেয়া হবে। শনিবার বেলা ১২টার দিকে প্রেসকাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, পার্কটির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে ছিলেন প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। এ বিষয়ে জানতে চাইলে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রকল্পের পরিচালক (পিডি) জাহাঙ্গীর আলম বলেন, ‘তথ্য ও প্রযুক্তিতে আগ্রহী ২০ হাজার মানুষের এ পার্কে কাজের সুযোগ থাকবে।
×