ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের বোঝা ভাগ করে নেয়ার আহ্বান শাহরিয়ার কবিরের

প্রকাশিত: ০৫:৩১, ১০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের বোঝা ভাগ করে নেয়ার আহ্বান শাহরিয়ার কবিরের

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ উন্নয়নশীল দেশের পক্ষে দশকের পর দশক লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর বোঝা বহন করা সম্ভব নয়। মিয়ানমারে সামরিক বাহিনী দীর্ঘকাল ধরে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব অস্বীকার করে যেভাবে গণহত্যা চালাচ্ছে এটি বন্ধ করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিছক নিন্দা প্রস্তাব এই মানবিক বিপর্যয় বন্ধ করতে পারবে না। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সুইডেনের রাজধানী স্টকহোমের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজির মিলনায়তনে ‘ডির‌্যাডিক্যালাইজিং মুসলিম ডায়সপোরা ইন ইউরোপ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সুইডেন শাখা ওই সেমিনার আয়োজন করে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার কবির বলেন, রোহিঙ্গা শরণার্থীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে জামায়াতে ইসলামী মধ্যপ্রাচ্যের কিছু সন্ত্রাসমদদকারী এনজিওর সাহায্যে রোহিঙ্গা যুবকদের জঙ্গী মৌলবাদী সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত করে বিভিন্ন দেশে জিহাদের জন্য পাঠাচ্ছে। ভুটানী শরণার্থীদের মতো ওআইসি ও পশ্চিমা দেশগুলোর প্রতি রোহিঙ্গা শরণার্থীদের বোঝা ভাগ করে নেয়ার আহ্বান জানান তিনি।
×