ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কম্পিউটারের ঘ্রাণশক্তি

প্রকাশিত: ০৫:০৭, ৩০ আগস্ট ২০১৭

কম্পিউটারের ঘ্রাণশক্তি

ঘ্রাণ নিয়ে বিস্ফোরক শনাক্ত করতে পারবে কম্পিউটার। বিমানবন্দরের নিরাপত্তায় আগের ব্যবস্থা পরিবর্তন করে সেখানে ঘ্রাণশক্তি সম্পন্ন কম্পিউটার স্থাপন করা হবে। নাইজিরিয়ার ওশি আগাবি নামের এক ব্যক্তি তাঞ্জানিয়ায় একটি সম্মেলনে নিজের এই আবিষ্কারের কথা জানান। তিনি বলেন, আপনি কম্পিউটারে স্থাপিত স্নায়ুকোষকে কি করতে হবে, সেই নির্দেশনা দিতে পারবেন। এতে মানুষের নিরাপত্তা সম্পর্কে প্রচলিত ধারণাও পাল্টে যাবে। -বিবিসি অনলাইন সবচেয়ে বড় সী ড্রাগন রেকর্ড মাত্রায় বড় সামুদ্রিক সরীসৃপের জীবাস্ম আবিষ্কার করা হয়েছে। নতুন এ সরীসৃপকে বলা হয় ‘সামুদ্রিক ড্রাগন’। বিশ কোটি বছর আগে তারা সাগরে ঝাঁক বেঁধে সাঁতার কাটত। তখন ডাইনোসরের স্থলে বিচরণ করা। ইংল্যান্ডের উপকূলে তিন মিটার দীর্ঘ জীবাস্মটি পাওয়া গেছে। জার্মানির শহর হ্যানোভারের একটি জাদুঘরে জীবাস্মটি প্রদর্শন করা হলেও সেটি নিয়ে এ পর্যন্ত কোন গবেষণা হয়নি। -বিবিসি অনলাইন
×