ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:১৫, ১৭ আগস্ট ২০১৭

শেরপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৬ আগস্ট ॥ বেলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড- ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- প্রদান করেছে আদালত। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন ওই দন্ডা-দেশ প্রদান করেন। দন্ড-প্রাপ্তরা হলেন শ্রীবরদী উপজেলার রানীশিমুল গ্রামের শাহ আলীর ছেলে তারা মিয়া, একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ফজলু এবং টাগরা শেখের ছেলে তোফাজ্জল হোসেন ওরফে টোপা। অন্যদিকে একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৩ জনকে খালাস দেয়া হয়েছে। অতিরিক্ত পিপি এ্যাডভোকেট ইমাম হোসেন ঠা-ু জানান, দ-প্রাপ্ত আসামিদের সঙ্গে ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামের ইমান আলীর পরিবারের বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক শত্রুতা চলছিল। এরই জের ধরে ২০০৫ সালের ১০ এপ্রিল দন্ড-প্রাপ্ত আসামি ফজলুর সঙ্গে জামতলী নামক স্থানীয় বাজারে কথা কাটাকাটি হয় ইমান আলীর। সে সময় ইমান আলীকে দেখে নেয়ার হুমকি প্রদর্শন করে আসামিরা চলে যায়। পরে ওইদিন রাত থেকে ইমান আলীর ছেলে বেলাল হোসেন নিখোঁজ হয়। পরে ১৪ এপ্রিল বাগেরভিটা ও বিলাসপুর গ্রামের মধ্যবর্তী মরাপাগলা নদীর পশ্চিমে জনৈক লিটনের ধানক্ষেতে নিহত বেলালের লাশ পাওয়া যায়।
×