ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫২, ১৭ জুলাই ২০১৭

টুকরো খবর

চিকুনগুনিয়া ॥ অবহিতকরণ সভা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ জুলাই ॥ রবিবার বেলা ১১টায় নওগাঁয় চিকুনগুনিয়া রোগ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। অবহিতকরণ সভার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে চিকুনগুনিয়া রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন নওগাঁ সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মাহবুব আলম সিদ্দিকী। পানিতে ডুবে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে পানিতে ডুবে জুয়েল মাঝি (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদীয়া গ্রামে শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল মাঝি ছোট পাউলদীয়া গ্রামের মালেক মাঝির ছেলে। এলাকাবাসী জানায়, শনিবার রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়ে দোকান থেকে মুড়ি কিনে আসার সময় জুয়েল মৃগী রোগ আক্রান্ত হয় এবং ডোবাতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অধ্যক্ষের বিচার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ আজিজুল হকের দুর্নীতি-অনিয়মের বিচার দাবি করে রবিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীরা জানান, উপজেলার বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ আজিজুল হক ২০০৬ সালে কলেজে দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অনিয়ম-দুুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। নিয়োগ বাণিজ্য, ভুয়া বিল ভাউচার তৈরিসহ নিয়ম বর্হিভূতভাবে প্রায় ৭৬ লাখ টাকা অর্থ আত্মসাত করেছেন। বিষয়টি নিয়ে কলেজের ম্যানেজিং কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে মতানৈক্য চলে আসছে। এ ঘটনায় আজিজুল হককে অধ্যক্ষের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রয়াত সাংবাদিক পরিবারকে অর্থ সহায়তা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ জুলাই ॥ কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রয়াত ভজহরি কু-ুর পরিবারকে কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ৫০ হাজার টাকার অর্থ সহায়তার চেক তুলে দেয়া হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলাপাড়া পৌর মেয়র ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার ভজহরি কু-ুর মেয়ে প্রমিলা কু-ুর হাতে এ চেক তুলে দেন। কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে এ অর্থ সহায়তা দেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু। বিদ্যুতস্পৃষ্টে নিহত নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৬ জুলাই ॥ কচুয়ায় বিদ্যুতস্পৃষ্টে মোস্তফা (৪৫) নিহত হয়েছে। রবিবার বিকেলে বাড়ির সঙ্গে সরকারী রাস্তায় গাছের ঢাল কাটতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। সে উপজেলার পূর্বসহদেবপুর ইউনিয়নের মেঘদাইর মজুমদার বাড়ির মৃত জুনাব আলী মজুমদারের ছেলে।
×