ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে দুই কোটি টাকা হাতিয়ে উধাও ভুয়া সংস্থা

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ জুলাই ২০১৭

বরিশালে দুই কোটি টাকা হাতিয়ে উধাও ভুয়া সংস্থা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সঞ্চয়ী আমানত প্রকল্পের নামে অধিক মুনাফা, বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি, মাসিক সঞ্চয় জমা ও কোম্পানির মালিকানা শেয়ার বিক্রির প্রলোভন দেখিয়ে অসংখ্য প্রবাসী এবং গ্রামের সহজ-সরল কয়েক হাজার নারী-পুরুষের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেছে আল-মদিনা ইসলামী সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেড নামের একটি ভুয়া সংস্থা। ওই সংস্থার প্রতারণার ফাঁদে পড়ে কয়েক হাজার নারী-পুরুষ আজ নিঃস্ব হয়ে পড়েছেন। এমনকি ঘর ভাঙ্গার উপক্রম হয়েছে শতাধিক পরিবারে। ভুক্তভোগীরা টাকা ফেরত পেতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের। জানা গেছে, ২০০৯ সালে গৌরনদীতে আল-মদিনা ইসলামী সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেড নামের একটি সংস্থার আত্মপ্রকাশ ঘটে। উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বন্দরে একটি ভবন ভাড়া নিয়ে কলাবাড়িয়া, পিঙ্গলাকাঠী, শংকরপাশা, বাহাদুরপুর, দক্ষিণ বাহাদুরপুর, কালনা, দিয়াশুর, লেবুতলী, হোসনাবাদ, সরিকল, কা-পাশা, নলচিড়া খানাবাড়ী, কুতুবপুর, মিয়ারচর, চরসরিকল, সাকোকাঠী, শাহজিরাসহ ২০-২৫টি গ্রামের প্রবাসী পরিবার ও সহজ-সরল নারী-পুরুষদের অধিক মুনাফার লোভ দেখিয়ে ওই সংগঠনের কর্মকর্তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি ওই সংস্থার কর্মকর্তারা হঠাৎ পিঙ্গলাকাঠীর অফিস গুটিয়ে আত্মগোপন করে। এ কারণে দিশাহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। জানা গেছে, প্রতারক চক্রটি অধিক মুনাফা প্রদানের প্রলোভন দেখিয়ে এলাকার প্রবাসী ও সহজ-সরল কয়েক হাজার নারী-পুরুষের কাছ থেকে আল-মদিনা ইসলামী সঞ্চয়ী আমানত প্রকল্পের নামে গত ৮-৯ বছর ধরে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি ও মাসিক সঞ্চয় জমা রাখাসহ কোম্পানির মালিকানা শেয়ার বিক্রির নামে একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকাসহ প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। নলচিড়ার খানাবাড়ী গ্রামের সরোয়ার গাজীর স্ত্রী হাসিনা বেগম জানান, ছয় বছরে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে তার পরিবারের পাঁচ সদস্যদের কাছ থেকে ওই চক্রের সদস্যরা ৬৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। একই গ্রামের সুরাত আলী বেপারীর স্ত্রী রাহিমা বেগমের কাছ থেকে ৩৮ হাজার টাকা, ছানু বেপারীর স্ত্রী আলো বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা, জয়নাল গাজীর মেয়ে তমা ও আসমার কাছ থেকে ২৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার মাধ্যমে আল-মদিনা ইসলামী ডেভেলপমেন্ট কোম্পানির মালিকানার শেয়ার বিক্রির নাম করে গৌরনদীর পার্শ্ববর্তী কালকিনি উপজেলার ক্রোকিরচর এলাকার আবুল খায়ের সিদ্দিকের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে ১৫ লাখ টাকা। সূত্রমতে, ওই চক্রের প্রতারণায় এখন স্বামীর সঙ্গে বহু নারীর সংসার ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হাকিম মুন্সির ছেলে চৌধুরী মুহাম্মদ শহিদুল ইসলাম আজাদী। তার প্রথম স্ত্রী বেগম খাদিজা আজাদী হলেন ব্যবস্থাপনা পরিচালক, দ্বিতীয় স্ত্রী সৈয়দা ইসরাত জাহান সহ-ব্যবস্থাপন পরিচালক ও তার ছেলে এসএম হামিদুল ইসলাম আজাদী সহকারী পরিচালক। এছাড়া অন্য কর্মকর্তারা তার নিকট আত্মীয়স্বজন। তাদের প্রধান কার্যালয় বরিশাল নগরীর রূপাতলীর হাই স্কুল সড়কের মদিনা ভবনে। বর্তমানে সে অফিসটিও বন্ধ রয়েছে। নিরুপায় হয়ে আল-মদিনা ইসলামী সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেডের গৌরনদীর পিঙ্গলাকাঠী অফিসের ম্যানেজার মোঃ তোফাজ্জেল হোসেন গ্রাহকদের পক্ষে সম্প্রতি বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চৌধুরী মুহাম্মদ শহিদুল ইসলাম আজাদী, তার প্রথম স্ত্রী বেগম খাদিজা আজাদী, দ্বিতীয় স্ত্রী সৈয়দা ইসরাত জাহান, ছেলে এসএম হামিদুল ইসলাম আজাদীকে আসামি করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছে। অভিযোগের বিষয়ে আল-মদিনা ইসলামী সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ শহিদুল ইসলাম আজাদীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সব নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
×