ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নির্যাতন

রাবি ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার

প্রকাশিত: ০৬:৪৮, ১২ জুলাই ২০১৭

রাবি ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইংরেজী দৈনিক দি ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রাহমানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধন থেকে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়। এদিকে সোমবার রাতে আহত সাংবাদিক আরাফাত রাহমান চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে নগরীর মতিহার থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। মারধরের ঘটনায় জড়িত থাকায় বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এ তথ্য নিশ্চিত করে বলেন, সাংবাদিককে মারধর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয় এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কাননকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদেরও শনাক্ত করে বহিষ্কার করা হবে। মঙ্গলবার আয়োজিত মানববন্ধনে রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনির সঞ্চালনায় বক্তব্য দেন রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, রাবি সাংবাদিক সমিতির সভাপতি হাসান আদিব, সহ-সভাপতি মুস্তাফিজ মিশু, রাবি প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য জাবিদ অপু, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ। উল্লেখ্য, সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পেশাগত দায়িত্ব পালনকালে আরাফাতের ওপর হামলা চালায় ১০-১২ ছাত্রলীগ নেতাকর্মী। ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১১ জুলাই ॥ মঙ্গলবার সকালে ভৈরবের আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামে বর্ষার পানিতে খেলা করতে গিয়ে ডুবে সহিবা বেগম (৪) ও মারিয়া বেগম মারী (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো নবীপুর মধ্যপাড়ার সৌদি প্রবাসী উজ্জ্বল মিয়া ও শ্রমিক হারুন মিয়ার মেয়ে।জানা যায়, মঙ্গলবার সকালে সহিবা ও মারী অন্যান্য শিশুদের সঙ্গে বর্ষার পানিতে খেলতে যায়। এ সময় সহিবা পানিতে ডুবে গেলে মারী তাকে উদ্ধারের চেষ্টা করলে সেও পানিতে ডুবে যায়। স্থানীয়রা মারীকে মৃত উদ্ধার করে এবং মুমূর্ষু অবস্থায় সহিবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
×